আমার আম্মু একটা অপচয় কারী আর আফসোস কারি নারি আমরা মধ্যবিত্ত হলেও আমরা মাশ আল্লাহ ভালো খাই। কিন্তু সে অনেক খাবার নষ্ট করে, জিনিস অপচয় করে এসবের জন্য আমার সাথে অনেক ঝামেলা হয় আমি এসব সহ্য করতে পারি নাহ। আমার বাবা বেতন অফ পেনশন ১০ হাজার পাবে তাও ঈদের পরে এইবার আমাদের ঈদের বাজার শপিং কিছুই করা হয় নি এসব নিয়ে সে শুধু আফসোস করে কোনো শুকরিয়া নাই মনে। অযথা গ্যাস জ্বালিয়ে রেখে দেয় হাই ফ্রেমে এসব, খাবার নষ্ট করে রেখে দেয় এসব যখন আমি বলতে যাই তখন আমাদের মধ্যে তর্ক হয়। সে কাজ ও করতে চাই না আমিই বেশি ভাগ টাইম রান্না করি আর সে রান্না তরকারি শেষ না করে নিজে আরেক জিনিস রান্না করবে। এভাবে তরকারি থেকে যায় সেগুলো আমার বাবা কে নিয়ে খাওয়াই। গাজাবাসীরা দের খাবারের কষ্ট দেখে অনেক ফ্রাস্ট্রেশন থাকি আর রাগ হয়ে যায়। তর্ক হলে সে বলে তোর সারা রাত নামাজ পড়ে কোনো লাভ হবে তুই আমার সাথে শুধু তর্ক করিস আমার কি আসলেই কোনো নামাজ কবুল হবে নাহ? আমি বছর খানিক পর্দা করি আর বিয়ে হচ্ছে না তাই অনেক ঈবাদত করা হয় কিন্তু আমার মা অভিশাপ দেয় এর ফলে কি আমার বিয়ে হচ্ছে নাহ আমার দোয়া কবুল হচ্ছে নাহ?