ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)যেহেতু আপনার সর্বমোট টাকার পরিমাণ ৬০ হাজার + টাকা। আর নগদ কোনো টাকা বা গহেনা নাই। কানের দুলের মালিক আপনার মা, তাই আপনার নিকট ৫২.৫ ভড়ি রূপার সমমূল্যের সম্পদ নেই বিধায় আপনার উপর যাকাত ফরয হবে না।
(২) বমি করায় রোযা ভেংগে গেছে মনে করে পানাহার করে নিলে তার উপর কা'যা কাফফারা দু'টিই ওয়াজিব হবে।
١٧ - وأكله عمدا بعد غيبة.
١٨ - أو بعد حجامة.
١٩ - أو [بعد] مس.
٢٠ - أو قبلة بشهوة.
٢١ - أو بعد مضاجعة من غير إنزال.
٢٢ - أو [بعد] دهن شاربه ظانا أنه أقطر بذلك.
إلا:
١ - إذا أفتاه فقيه.
٢ - أو سمع الحديث ولم يعرف تأويله على المذهب [فلا كفارة عليه] . وإن عرف تأويله وجبت عليه الكفارة(نور الايضاح ص :١٣٤)
(৩)শরয়ী বা রাস্ট্রীয় বিশেষ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে বুদ্ধিমানদের সিদ্ধান্তই গ্রহণযোগ্য। এক্ষেত্রে অধিকাংশের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। তবে কয়েকজনের বা যৌথ হক সংশ্লিষ্ট বিষয়ে নিয়ম শৃঃখলার স্বার্থে সংশ্লিষ্টদের অধিকাংশের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে।বিশেষকরে যেখানে নাবালক বা পাগল শ্রেণীর কেউ থাকবে না।
(৪) উক্ত ক্লাস উপকারী মনে হোক বা না হোক, আপনাকে ঐ ক্লাস করতেই হবে।