ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
সাওম অবস্থায় ইনহেলার বা মেনথল কিংবা এ জাতীয় ঔষধাদি ব্যবহারের ফলে সাওম ফাসিদ হবে কি না?
এ ব্যপারে সর্বমোট তিনটি মতামত পাওয়া যায়।
(ক)
সাওম ফাসিদ হয়ে যাবে।কেননা ইনহেলার বা এ জাতীয় অন্যান্য ঔষধ যেমনঃ শাসকষ্ট রোগীদের সেবনযোগ্য গ্যাস ইত্যাদি ব্যবহার করলে গলা দিয়ে খাদ্যনালীতে গিয়ে পৌঁছে যায়।যদিও তা অল্প পরিমাণে গিয়ে পৌঁছক না কেন।(এ জন্য সাওম ফাসিদ হয়ে যাবে)পরবর্তিতে সুস্থ হলে সাওমকে ক্বাযা করে নিবেন।নতুবা ফিদয়া আদায় করবেন।
এটাই পূর্ববর্তী হানাফী মাযহাবের চুড়ান্ত সিদ্ধান্ত ছিলো।
(খ)
সাওম ফাসিদ হবে না।কেননা ঐ সমস্ত জিনিষের মাধ্যমে ভিতরে চলে যাওয়া জিনিষ নিতান্তই কম, অন্যদিকে এতে মানুষের অনেক ফায়দা নিহিত রয়েছে।এমনকি মানুষ এ সমস্ত জিনিষ ব্যবহার করতে শেষ পর্যন্ত নিরুপায় হয়ে যায়।(এ জন্য সাওম ফাসিদ হবে না)
এ মতামত ব্যক্ত করেছেন আরব বিশ্বের অনেক উলামায়ে কেরাম।(মুফতিরাতিস সিয়ামিল মুআছির-৩৯-৪৪)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/11319
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রমজানে দিনের বেলায় মেনথল ব্যবহার করবেন না। যদি অপারগতা বশত করতেই হয়, তাহলে রোযাও রাখবেন,মেনথল ব্যবহার করবেন এবং সাথে সাথে ফিদয়াও দিবেন।
(২)
জান্নাতের বিষয়টা এই পৃথিবী থেকে সম্পূর্ণ পৃথক। সুতরাং দুনিয়াতে পাননি,সেজন্য জান্নাতের পাওয়ার কামনা করাটাও উচিৎ হবে না।কেননা আপনার সর্বশেষ স্বামীর সাথেই আপনার হাশর হবে,জান্নাত হবে। সুতরাং নিজের দুনিয়া ও আখেরাতের কল্যাণ চেয়ে দু'আ করাই উত্তম। যেহেতু ঐ ব্যক্তির সাথে আপনার বিয়ে হয়নি তাই তাকে পাবেন না। এবং তাকে না পাওয়ার কোনো আফসোস থাকবে না।