ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
"যার গীবত করা হয়েছে সে যদি জানতে না পারে যে তার নামে গীবত করা হয়েছে তাহলে তার কাছ থেকে ক্ষমা চাওয়াটা জরুরী নয়, শুধু আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইলেই হবে।"
জ্বী, আপনি এমনটা মানতে পারবেন।আল্লাহ কারো প্রতি রাজী এবং খুশী হয়ে গেলে, তার সকল প্রকার গোনাহকে ক্ষমা করে দিতে পারেন।
এক্ষেত্রে দারুল উলুম দেওবন্দের একটি ফাতাওয়া হুবহু এরকমই রয়েছে। ফাতাওয়া নং 55484
Fatwa ID: 54-54/Sn=11/1435-U
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মৃত ব্যক্তি সম্পর্কে গীবত করা কখনো উচিৎ নয়। কেননা এক্ষেত্রে সংশ্লিষ্ট ঐ ব্যক্তির থেকে গোনাহ মাফ পাওয়া কখনো সম্ভব হবে না। তবে কেউ যদি কখনো মৃত ব্যক্তির গীবত করে নেয়, তাহলে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এবং সাধ্যানুযায়ী ঐ ব্যক্তির নামে দান সদকাহ করে নিবে।