আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্।
১/ স্বপ্নে দেখছি,,, যার সাথে পূর্বে আমার রিলেশন ছিল সে মারা গেছে আবার দেখলাম সে বলতেছে অনেক হারামে ছিলাম ইত্যাদি । সে মারা যাওয়াতে আমার খুব খারাপ লাগছিল আবার কেমন যেনো লাগছিল তার জন্য বলতেছি,, সে মারা গেলে আমার কি। একটু পর আমাকে কেউ জানালো সে জীবিত। এ স্বপ্নের ব্যখ্যা কি?
২/ স্বপ্নে দেখলাম,, আমার মা ফেসবুকে আমাকে একটা মৃত লোকের পিক দেখাচ্ছে বলতেছে এ লোকটা নাকি মৃত্যুর ভয় পাইতো তাই মারা গেছে তারপর আমি বলতেছি,, আমিও ত এই লোকের মতন মৃত্যুকে ভয় পাই। এ স্বপ্নের ব্যাখ্যা কি?
উল্লেখ্য,,, আমি প্রতিদিন মৃত্যু নিয়ে ভয় পাই বিশেষ করে রাতে যখন লাইট অফ করে ফেলি তখন বেশি ভয় লাগে। মনে হয়,,আজরাইল এসে পড়েছে আমার জান কবজ করবে এখুনি। তখন তারাতাড়ি লাইট জ্বালাই চারিদিক ভালো করে দেখি তারপর আবার শুতে যাবো লাইট নিভিয়ে তখন আমার মনে হয়,আজরাইল এসে পড়ছে। রাতটা আমি ভালো করে ঘুমাতে পারিনা। অন্ধকার হলেই আমার ভয় লাগে।
আমি ফরজ, ওয়াজিব সুন্নত সবকিছু ঠিকমতো পালন করার চেষ্টা করি। খাস পর্দাও করি নিজেকে সকল প্রকার হারাম থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি।
তারপরও এই মৃত্যু নিয়ে ভয়টা আমার পিছু যেন ছাড়ছে না।
আমাকে কিছু পরামর্শ দিয়ে উপকৃত করুন।
৩/ আমি স্বপ্নে দেখছি,,আমার সাথে কারো সহবাস হচ্ছে । আবার দেখলাম আমার মা যেন না জানে লুকিয়ে আমি সহবাস সম্পর্কে জানতে গুগলে সার্চ দিছি। এ স্বপ্নের ব্যাখ্যা কি?
উল্লেখ্য,, আমি অবিবাহিত।