আসসালামু আলাইকুম,
আমি খুব পেরেশানিতে আছি বিগত দুই বছর ধরে। আমি খুবই বড় একটা ভুল করে ফেলেছি। আমি নিজের নফসের বিরুদ্ধে গিয়ে একজনের সাথে অনলাইনে প্রেমের সম্পর্কে আবদ্ধ হই। তার সাথে আমার বিয়ের কথাও হয়েছিলো। পরবর্তীতে, আমি জানতে পারি সে বিবাহিত এবং দুই সন্তানের জনক। বাংলাদেশের অন্যতম মোটামুটি নামকরা ব্যক্তি হওয়ায়, তার চাকুরির ক্ষেত্র এবং তার বন্ধু-বান্ধবরাও জানতো না সে বিবাহিত এবং দুই সন্তান রয়েছে। আমি সম্পর্কের পূর্বে যখন খোঁঁজ নিই তখন সবাই বলেছিলো, সে অবিবাহিত। এমনকি, তার ছোটো ভাই এবং তার ব্যক্তিগত পিএ একই কথা বলেছিলো।সম্পর্কের কয়েক মাস পরে যখন বিয়ের জন্য অগ্রসর হই তখন তার স্ত্রীর সত্যতা সামনে আসে এবং উক্ত মহিলা ঝগড়াঝাটি করেন। এতকিছুর পরেও ভদ্রলোক,তার ভাই, তার পিএসহ তারা সবাই অগণিত মিথ্যাচার করতে থাকেন এবং বলেন, উক্ত মহিলা মিথ্যাবাদী। এরপর একে একে এই ভদ্রলোকের অনেক কঠিন সত্য সামনে আসতে থাকে। এরপর জানতে পারি, তার পড়াশোনার সার্টিফিকেট নেই এবং তিনি জালিয়াতি সার্টিফিকেট ব্যবহার করে মানুষকে প্রতারিত করে আসছেন বছরের পর বছর। এইছাড়াও, বহু নারী একইভাবে তার প্রতারণার শিকার। নারীরা তার সত্য জেনে যাওয়ার পরে তার স্ত্রী এবং শ্বশুর বাড়ির লোক দিয়ে উক্ত নারী এবং নারীর পরিবারকে সামাজিকভাবে লাঞ্ছিত এবং অপদস্ত করে। আমিও একইভাবে লাঞ্ছিত হই।এতকিছু সত্ত্বেও আমি চুপচাপ হয়ে থাকি। আল্লাহর উপরে ছেড়ে দিই। বিগত দুই বছর ধরে, এই লোক এবং তার পরিবার এখনো আমার নামে বানোয়াট,ভিত্তিহিন কথা প্রচার করে আমার জীবন দুর্বিষহ করে তুলেছে। আল্লাহর শপথ, যার হাতে আমার প্রাণ! আমি যে পাপ করিনি তাও বলা হচ্ছে। এই ভদ্রলোক আরো কিছু মেয়েকে একইভাবে ফাঁদে ফেলেছে এবং এখনো বাংলাদেশের মানুষকে ব্যবহার করে যাচ্ছে যার সকল সত্যতা আমার কাছে রয়েছে। এই ভদ্রলোক এবং তার পিএ সব সত্য জেনেও আমার সাথে প্রতারণা করেছেন।এক কথায় তারা আরেক অভিশ্রুতি শাস্ত্রী।
আমার জানার একটাই প্রশ্ন, এই ব্যক্তির অপরাধসমূহ সঠিক প্রমাণসহ আমি যদি প্রকাশ করে দিই এবং উক্ত নারীদের বিপদের হাত থেকে রক্ষা করি তাহলে কি আমি আল্লাহর কাছে গীবতকারি সাব্যস্ত হবো? আল্লাহ আযওয়াজাল কি আমাকে তামার নখের দ্বারা শাস্তি দিবেন? (আবু দাউদের গোপন কথা প্রকাশের হাদীস নিয়ে যা এসেছে)। আমি খুব অনুতপ্ত আমার দ্বারা ভুলের জন্য। কিন্তু এই লোক এবং তার পরিবারের ফাঁদে পড়ে সর্বশান্ত হচ্ছে অর্ধশতাধিক নারী। এই লোককে আমি সকল দিকে ব্লক করে দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত তিনি আমাকে বিরক্ত করে যাচ্ছেন। আমি এই বিষয়ক ইস্তেখারা করেও কিছু বুঝতে পারছি না। তার এবং তার পরিবার+পিএ এর সত্যতা প্রকাশ করা কি আমার উচিৎ হবে কি অনুচিত হবে?