আসসালামু আলাইকুম
এক বোনের পূর্বে pcos ছিল, তাই অনিয়মিত হায়েজ ছিল। ২ বছর পূর্বে তা ঠিক হয়ে যায় অর্থাৎ অনিয়মিত হায়েজ নিয়মিত হয়ে যায়।
গত মার্চের ৩-৯ তারিখে স্বাভাবিকভাবেই হায়েজ ছিল। এর ১৫ দিনের বিরতি ছাড়াই আবার ৬-৭ দিন রক্ত দেখা যায় (মার্চের ১৬-২২ তারিখ পর্যন্ত)। এটাকে উক্ত বোন ইস্তিহাযা হিসেবে গন্য করে নামাজ, রোজা চালু রাখে।
এরপর আবার আজ এপ্রিলের ১ তারিখে আবার রক্ত দেখা দেয়। এখন প্রশ্ন হলো ১. এটাকে কি উক্ত বোন হায়েজ হিসেবে গন্য করবে? এবং ২. পূর্বের যেটা ইস্তিহাযা হিসেবে গন্য করেছিল, সেটা কি ঠিক আছে?