আসসালামু আলাইকুম | বর্তমানে ফ্রিল্যান্সিং সাইটের বেশিরভাগ কাজেই কোনো না কোনো ভাবে হারাম মিশ্রিত থাকে | ১০০% হালাল কাজ খুঁজে পাওয়া এখানে খুব কঠিন | তাই আমি আমার টিম মিলে রিসার্চ করে অনলাইন ইনকাম ভিত্তিক একটা প্রকল্প হাতে নিয়েছি | আল্লাহ যদি কবুল করেন আর আমরা যদি এটা সফল ভাবে বাস্তবায়ন করতে পারি , তাহলে ইনশাআল্লাহ আমাদের দ্বীনি ভাই-বোনেদের আর অনলাইনে হালাল ইনকাম নিয়ে আর কোনো চিন্তা থাকবে না | কিন্তু , এখানে সমস্যাটা হলো : আমাদের কাছে এই প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য পর্যাপ্ত টাকা নেই | আর এই প্রজেক্ট চালু করার পূর্ব পর্যন্ত আমাদের এই হালাল _ হারাম মিশ্রিত ইনকাম গ্রহণ করা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই | উল্লেখ্য, আমাদের এই প্রজেক্ট বাস্তবায়ন করতে সর্বোচ্চ ১ বছর পরিমান সময় লাগতে পারে | তবে আল্লাহ চাইলে এই চাইতে কম সময়েই এই প্রজেক্ট আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ | এখন আমার প্রশ্ন হলো : এই ১ বছর অর্থ্যাৎ প্রজেক্ট চালু হওয়ার পূর্ব পর্যন্ত এই হালাল _ হারাম মিশ্রিত ইনকাম আমার জন্য বৈধ হবে কিনা ? এবং এই হালাল _ হারাম মিশ্রিত টাকা দিয়ে এই মোবারক প্রোজেক্টের কাজ জায়েজ হবে কি না ? উল্লেখ্য আমরা কাজের পাশাপাশি ফেসবুক মনিটাইজেশন অন করতে চাচ্ছিলাম | আমাদের প্রোজেক্ট চালু হয়ে গেলে এটা তৎক্ষণাত বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ |