১/আমার কাছে 74.18 g সোনার মত আছে যা দেখলাম আমি প্রায় ৬.৫ মত ভরি মানে ৭ ভরি থেকেও কম,১ টা রুপার নুপুর আছে আর আমার কাছে ৫ হাজার টাকা জমানো ছিল সেটা ১ বছর হয় নি খুব সম্ভবত এপ্রিলের লাস্ট দিকে রেখেছিলাম,আমার যাকাত আসবে কি যদি টাকা টা এখনই খরচ করে ফেলি? মানে ১ বছর হতে তহ তাহলে ১ মাস বাকি থাকবে তার আগে খরচ করে ফেললে?
২/ আমার কাছে যদি ৭.৩ ভরি সোনা থাকত মানে ৭.৫ ভরি থেকে কম আর কোনো টাকা জমানো না থাকত তাহলে কি যাকাত আসত?
৩/ যাকাত কি বর্তমান সোনার মুল্য হিসেবে দিব নাকি বর্তমানে আমার সোনার মুল্য কত সেটা হিসাব করে ২.৫ % দিব,কারন সোনা বিক্রির বেল্য ২০% কমে বিক্রি করা লাগে তাহলে কি আমি ও বর্তমান মুল্যের ২০% কমে হিসাব করে যাকাত দিব?