আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহি ওয়াবারকাতুহ।
শ্রদ্ধেয় উস্তাদ
আমার গত মাসে প্রায় এক মাস পর হায়েযের আলামত দেখা দিয়েছে।হায়েয টা কখন শুরু হয়েছে সেটা আমি জানিনা।আমি সাদাস্রাব যেনো পাজামায় না লাগে এজন্য টিস্যু ব্যবহার করি।সেদিনও আমি টিস্যু ব্যবহার করা অবস্থায় ঘুমিয়ে যাই।ঘুম থেকে উঠে টিস্যুর দিকে খেয়াল না করেই এটা ফেলে দিয়ে আবার নতুন টিস্যু ব্যবহার করে ফযরের নামায পড়ি।নামায পড়া শেষে টিস্যুতে হায়েযের রক্ত দেখতে পাই।তাহলে এখন আমার হায়েয কখন হয়েছে বলে আমি ধরে নিব? কারন আমিতো আগের ফেলে দেওয়া টিস্যুতে রক্ত ছিল নাকি ছিলনা সেটা খেয়াল করিনি।দ্বিতীয়তো, এই হায়েয ২দিন ছিল।কিন্তু তৃতীয় দিন রাতে ঘুমানোর মনে হয় অনেক আগে চেক করে দেখলাম হায়েয প্রায় ভালো হয়ে আসছে।কিন্তু ঘুমানোর সময় আমি আর চেক করিনি অলসতা করে।পরে ভোর রাতে দেখি আমি একদমি সুস্থ। এখন প্রশ্ন হলো-
১/আমি যেহেতু নিশ্চিত ভাবে জানিনা আমার হায়েয কখন হয়েছে।আবার এটাও জানিনা আমার হায়েয কি রাতে ভালো হয়েছে নাকি ভোর রাতেই ভালো হয়েছে।কারণ যেহেতু আমি ঘুমানোর আগে হায়েয আরেকবার চেক করিন। তাহলে এখন আমার ওই সমস্যাটাকে আমি হায়েয ধরবো নাকি ইস্তেহাজা ধরবো??
২/আমি যেহেতু সিউর জানিনা ওইটা হায়েয ছিল নাকি ইস্তেহাজা ছিল। এখন কাল রাতে আবার হায়েযের আলামত দেখা দিয়েছে।অথচ দুই হায়েজের মধ্যবর্তী সময় এখনোও ১৫ দিন হয়নি।এখন আমি কোন টাকে হায়েয ধরবো আর কোনটাকে ইস্তেহাজা ধরবো?