আমরা ১ ভাই, ২ বোন। ২০২২ সালে জুলায়ে আমাদের মা মারা যান। তার কিছু পরিবার সঞ্চ়পত্র ছিল যেটার নমিনি আমি। এখন মেয়াদ (২০২৭ সাল) উত্তীর্ন না হওয়া পর্যন্ত আমরা তা নিজেদের মধ্যে ভাগ করিনি। এমতাবস্থায় কি আমাদের কে এটার উপর যাকাত দিতে হবে? উল্লেখ্য আমরা প্রতি মাসে সঞ্চয়পত্র থেকে আসা প্রফিট ভোগ করি।