আমার হায়েজের দিনে শুধু হলুদ স্রাব যায়।১০দিন পর ইস্তেহাযা হয়।তখন ব্লিডিং হয় এমনেতে ব্লিডিং হয়না।আর পূর্বের মাসে হায়েজ হয়েছিল ২৭তারিখ ফেব্রুয়ারিতে, রাতে। এইটা হয়তো ১০দিন অর্থাৎ ৮তারিখ মার্চ পর্যন্ত স্থায়ী হয়েছিল।এরপর দিনই ব্লিডিং হয় যেটাকে আমি ইস্তেহাযা ই ধরেছিলাম।
সেই অনুযায়ী এই মাসে আমার হায়েজ হয়েছে ২৪ তাং,মার্চ, ফজর ৪টা ৫০মিনিটের পর।(হলুদ স্রাব ই গিয়েছে)..এরপর ২৮তাং,মার্চ জোহর ওয়াক্ত ১.৩০টায় (টাইম বেশ কম হতে পার) আবার সাদা স্রাব দেখি।পরে অপেক্ষা করি আছর ওয়াক্তের আগে পরে হয়তো ৪.২০ এর পর বা আগে আবার সাদাস্রাব নাকি হলুদ স্রাব সন্দেহ হচ্ছিলো এরপর আমি ফরজ গোসল করে ফেলি।আবার ৬টার আগে দেখি হলুদ স্রাব।তাই আর সলাত আদায় করিনি।এভাবে কয়েকদিন যায়।এরপর ৩১তারিখ ৪টা ১৪মিনিটের আগে দেখি সাদা স্রাব।তাই আবার ফরজ গোসল করে সলাত আদায় করি। এরপর ৬টায় সম্ভবত আবার দেখি হলুদ স্রাব।তাই সলাত অফ করে দেই।আবার আজ রাত ১টা ১৫মিনিটের আগে দেখি সাদা স্রাব তাই আবার ফরজ গোসল করে সলাত আদায় শুরু করি।
আমার প্রশ্ন,
ক) এইখানে একদম প্রথমদিকে অর্থাৎ ২৪তারিখ-২৮তারিখ আমার হায়েজ হয় এরপরের গুলো তিনদিনের কম হয়েছে।তাহলে এইটাকে কি হায়েজ ধরব নাকি ইস্তেহাযা?আর এভাবে তিনদিন স্থায়ী হয়নি তাও ফরজ গোসল করেছি এইটা কি না করলেও চলতো যেহেতু ২৮তারিখে আমি একবার ফরজ গোসল করেছিলাম।আবার আজ আছর ওয়াক্তে ফরজ গোসল করি,এরপর যে হলুদ স্রাব হয়ে আবার সাদা স্রাব গেলো তাতে কি ফরজ গোসল করার প্রয়োজন ছিল?
খ) আর এভাবেই হয়তো আমার চলতে থাকবে।হলুদ স্রাব যাবে এরপর সাদা স্রাব যাবে এরপর হায়েজের টাইম শেষ হলেই ইস্তেহাযা হবে।এখন এভাবেই চলতে থাকলে আমি কি আমার হায়েজের পর যে পবিত্রতা ১৫দিন ধরতে হয় সেটা ২৮তারিখের পর থেকে কাউন্ট করব?
গ)ধরলাম ২৮তারিখ কাউন্ট করব।আর ২৮তারিখ কাউন্ট হিসেবে সেদিনই আমার সাদাস্রাব দেখা গিয়েছিল জোহর ওয়াক্তে তাহলে ১৫দিন পর অর্থাৎ ১২তারিখ জোহর ওয়াক্তে হলুদ স্রাব গেলে কি আমি সেটাকে হায়েজ ধরব?
ঘ)আমার সন্দেহ হচ্ছে হয়তো প্রথমদিকেও অর্থাৎ ২৪তাং-২৮তাং এও যে আমি হায়েজ ধরছি হয়তো তখনো আমার হায়েজ যায়নি কারণ আমি তিনদিন কাউন্ট করলে ২৮তারিখ ফজরেই লাস্ট টাইম ছিল তিনদিন হওয়ার তখন চেক করিনাই।চেক করলে হয়তো সাদাই বের হতো।এইভাবে বলার কারণ হচ্ছে পরবর্তী দিনগুলোতে আমার হায়েজ তিনদিন ও স্থায়ী হয়নি যেমনটা উপরে ব্যক্ত করেছি।এইক্ষেত্রে একে কি আমি ইস্তেহাযা ধরব নাকি হায়েজই?
আফওয়ান এভাবে কুয়েশ্চন করার জন্য। এভাবে না করলে আমি বুঝতে সক্ষম হব না।আল্লাহ আপনাদের উত্তম প্রতিদাম দান করুন।