আসসালামু আলাইকুম হযরত।
১/ আমার ছেলের নাম রেখেছি ওমর৷ আর আমার নাম আশরাফুল৷ ছেলের পুরো নাম কি "ওমর বিন আশরাফ" রাখবো নাকি "ওমর ইবনে আশরাফ" রাখবো৷ কোনটা উত্তম হবে?
২/ আমার ভাগ্নীর নাম রেখেছে "নুসাইবা জান্নাত নূর"। সবাই নূর নামে ডাকে৷ কিন্তু একজন বললো নূর নামে ডাকা যাবে না, কারণ এটা আল্লাহর একটা নাম৷ আসলেই কি নূর নামে ডাকা যাবে না?