আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ, মোহতারাম।
আমাদের ঘরের একটা ছোট রুম আছে।যেখানে একটা খাট, একটা টেবিল আর একটা নামাজের চৌকি আছে আর অল্প জায়গা ফাকা।এই রুমের সব জায়গায় নামাজ পড়া হয়।খাট এমনকি খালি জায়গাটুকুতেও।আমি এই রুমে এতেকাফে বসবো।আমি কি পুরা রুমটা ব্যবহার করতে পারবো? যেমোন খালি জায়গাটুকুতে কিংবা নামাযের চৌকিতে নামায পড়ে খাটে ঘুমাতে পারবো? আমার বোনরা কি এখানে এসে নামায পড়তে পারবে? দয়া করে জানাবেন।
জাযাকাল্লাহ খইরন