আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
যাকাত সম্পর্কে ধারণাটা খুব কম তাই বুঝতে পারছি না আমাদের যাকাত কত আসবে। বিশ্বস্ত কেউ নেই যিনি বলতে পারবেন। যদিও এটা ব্যক্তিগত প্রশ্ন কিন্তু জবাব দিলে উপকৃত হবো উস্তায।
আমাদের সম্পদ :
> সোনা ২ ভড়ি
>রুপা আট আনা(হয়ত আরও কম)
> আব্বু সরকারী চাকুরী করতেন, তাই রিটায়ার্ড করার সময় ৪লাখ টাকা পেয়েছেন সেটা আছে।
> গত বছর জুন/জুলাই তে পৈতৃক সম্পওি যা ছিল তা সব বেচে সাড়ে ৮ লাখের মত পেয়েছিলাম যা দিয়ে জায়গা কেনার ও ঘর তোলার চিন্তা-ভাবনা আছে।
> পেনশন হিসেবে ৭৭০০ এর মত আসে, ঈদ বোনাস বাদে।
আমাদের যাকাত কতটুকু দিতে হবে?
জাযাকাল্লাহ।
আফওয়ান।