আস্সালামুআলাইকুম হুজুর,রোজার মাসে যে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাই একটা নির্দিষ্ট এমাউন্ট পরিবারের প্রতিটি সদস্যের জন্য দেন,আমাদের গ্রামে যেটাকে ফেতরা বলে ,,,এটার সম্পর্কে বিস্তারিত জানতে চাই,,তা কি সবার জন্যই ফরজ !? আমার বাড়িতে প্রতিবছর এবং সবাই এই টাকাটা দেয়,,পাশের একটা প্রতিবেশী যারা দিন এনে দিন খায়,,চেরা কাপড় পরে বেড়ায়,,যদিও অটো চালক কিন্তু খুব গরিব,,উনি আজকে বললো উনার পরিবারের প্রতি সদস্যের জন্য ১১৫ টাকা করে ফেতরা দিবেন ,,অথচ উনারা ধার করে অনেক সময় চাহিদা পূরণ করেন ,,এইমাত্র আমার নানীর কাছে ১০০ টাকা ধার নিতে এসেছিলো,,,এই বিষয়ে আমার কোনো ধারণা নেই,,তাই দয়াকরে যদি বলতেন।
২) হুজুর কোনো বোনের যদি রোজা থাকা অবস্থায় ১২ টার আগেই হায়েজ হয়ে যায় তখন কি পানি খেয়ে নিতে হয় ? ১২ টার আগেই রোজা ভাঙার পরেও যদি রোজা না খুলি তবেকি ১২ টার পরে আর রোজা খুলে যাবেনা?
৩)হায়েজ অবস্থায় ল্যাপটপে কুরআন পড়তে পারবো কি !?