আসসালামু আলাইকুম।
আমার হায়েযের অভ্যাস সাধারণত ৬দিনের।কিন্তু এবার ৫দিন পরেই রাত থেকে আর কোনো ব্লিডিং হয়নি। এভাবে অনেক ঘন্টা বন্ধ থেকে পরে আবার কিছু রক্ত দেখা যায় সাধারণত। তাই আমি সালাত আদায় করিনি এবং ফরজ গোসল ও করিনি,অপেক্ষা করেছি।।কিন্তু রোযার নিয়ত করেছি।সকালে উঠে মনে হচ্ছে হায়েয ভালো হয়ে গিয়েছে,আর কোনো রক্ত দেখতে পাচ্ছিনা।
১.আমার এই রোযা কী হবে?নাকি পরে আবার কাযা আদায় করতে হবে?
২.আমি যে অপেক্ষা করে সালাত আদায় করলাম না সেজন্য কী আমার গুনাহ হবে?