আসসালামু আলাইকুম
আমার আম্মুর প্রায় দুই ভরি স্বর্ণ আছে এবং ৫২ হাজার টাকা কয়েক বছর ধরে রয়েছে ‌‌ । তবে টাকা টা আম্মুর হাতে নেই। কয়েক বছর আগেই টাকা টা আব্বু ধার নিয়ে সংসারে কাজে লাগিয়েছে। তবে আব্বু জানেনা যে টাকা টা আম্মুর। টাকা ফেরত পেতে কয়েক বছর লেগে যেতে পারে। এমতাবস্থায় আম্মুর উপর কি যাকাত ফরজ হয়েছে? ফরজ হয়ে থাকলে জাকাত কোথায় থেকে দিবে যেহেতু সম্পূর্ণ টাকাটাই ধার দেয়া, নগদ ক্যাশ কোনো টাকা নেই ।