আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমার বিয়ে হয় ২০২২ সালের ১৭ মে।বিয়ে তে দেনমোহর হিসেবে আমাকে ১ ভরি ৮ আনার স্বর্ণ দেওয়া হয়।এই স্বর্ণ এখনও আমার কাছে স্থায়ী আছে।এখন দেনমোহর এর এই স্বর্ণের উপর কি আমার যাকাত দেওয়া ফরজ হয়ে গেছে? আর আমাকে জাকাত দিতে হলে কত টাকা দিতে হবে? আমার তো কোন আয় রোজগার নেই আর আমার কাছে কোন টাকা ও নাই তাহলে আমি কিভাবে জাকাত এর টাকা পরিশোধ করব? আমার যাকাত এর টাকা টা কি আমার স্বামী দিলে হবে না?