আসসালামু আলাইকুম।
১)আমার বিয়ে হয়েছে দেড় বছর হলো।আমার বিয়েতে আমার খালা আর মামা ৪০ হাজার টাকা দেন সংসারের আসবাব কেনার জন্য। সেই টাকা এক বছর ধরে আমার কাছে ছিল না। কিছু টাকা দিয়ে আসবাব কিনেছি। আর কিছু আমার কলেজের পাওয়া পরিশোধ করেছি। ১ বছর ধরে ৬/৭ হাজার টাকা রয়ে গেছে আমার কাছে। যেহেতু নতুন সংসার তাই প্রতিনিয়তই সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হচ্ছে। যখন যেটা লাগে সেই টাকা থেকেই কিনছি।এখন এই টাকার উপর কি যাকাত দিতে হবে?
২)আমার বিয়ের সময় কিছু স্বর্ণের গহনা পেয়েছি।বিয়েতে স্বর্ণের গহনা যা পেয়েছি সেগুলো কোনটা কত ক্যারেট কিংবা কি পরিমাণে আছে জানিনা, যেহেতু বিভিন্ন আত্নীয় দিয়েছেন। এতটুকু জানি যে ২ থেকে আড়াই ভড়ি হবে।বেশিরভাগ স্বর্ণই আমার কাছে নেই। শুধু বিয়ের দিন পড়েছি তারপর থেকেই শ্বাশুড়ির কাছে। শ্বাশুড়ি গ্রামে থাকেন আমি হাজবেন্ডের সাথে ঢাকায় থাকি। হয়তো ঈদের আগের দিন গ্রামে যাব। সেক্ষেত্রে আমি স্বর্ণ কতটুকু আছে সেটা মাপার সুযোগ হয়তো ঈদের আগে পাব না। যদি নেসাব পরিমাণ হয়ে থাকে তাহলে ঈদের পর কি যাকাত আদায় করা যাবে?
৩)আমি হাজবেন্ড বা বাবার কাছ থেকে যে হাত খরচ পাই মাঝে মাঝে সেখান থেকে খরচ না করে ৫০০০ এর মতো টাকা জমিয়েছি একটা জিনিস কেনার উদ্দেশ্যে। এই পুরো টাকা এক বছর ধরে নেই আমার কাছে। যখন লাগে ওখান থেকে খরচ করি। আবার টাকা পেলে আবার রাখি। তাই সঠিক জানিনা কতদিন থেকে এটা আমার কাছে আছে। এই টাকার উপর কি যাকাত হবে? হলেও কত টাকা কিভাবে হিসাব করব?