আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্
ওস্তাদ, আমি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সদ্য মাস্টার্স শেষ করেছি। ৩ বছর আগে আলহামদুলিল্লাহ দ্বীনের সঠিক বুঝ পাই। তখন থেকেই সহশিক্ষায় পড়াশোনা চালিয়ে যেতে অনাগ্রহ থাকলেও পারিবারিক চাপে বাধ্য হয়ে পড়তে হয়েছে। কিন্তু এখন কোনভাবেই ফ্রিমিক্সিং এ গিয়ে চাকরি করতে চাচ্ছি না, আল্লাহ আমার রিজিকে প্রশস্ততা দান করুন, আমিন। বুঝার সুবিধার জন্য এতটুকু বর্ণনা করলাম।
১.প্রায় ৪/৫ মাস আমি স্বপ্নে দেখি, আমি চাকরীর পরীক্ষা দিতে যাচ্ছি। সকালে একটা চাকরি পরীক্ষা, বিকালে আবার বি.সি.এস. পরীক্ষা। আমার দুই ফুফাতো বোনেরও (উনারা আমার অনেক বড়) আমার সাথে পরীক্ষা দেওয়ার কথা। কিন্তু একবোন বলতেছে পরীক্ষা দিবে না এবং আমাকেও বুঝাচ্ছে যেন পরীক্ষা না দেই। এক পর্যায়ে আমার বোন আমাকে সূরা তাকাসূর এর প্রথম দুই আয়াত তিলওয়াত করে শোনায়। (তবে সূরা প্রথম দুই আয়াত না শেষ দুই আয়াত ছিল এটা নিয়ে একটু দ্বিধা লাগছিলো। তবে মন বলছে প্রথম দুই আয়াতই)। আরো দেখি এরপর আমি পরীক্ষা দিতে যাচ্ছি, খুশি খুশি লাগছিলো, আমার সাথে আমার আব্বু আম্মুও যাচ্ছিলো।
ঘুম থেকে উঠে আমি সূরা তাকাসূরের প্রথম দুই আয়াতের অর্থ ও তাফসীর পড়ে খুবই ভয় পাই। আমি কি লোভী হয়ে যাচ্ছি, আল্লাহ তা'লা আমার উপর অসন্তুষ্ট কি না। দয়া করে এর ব্যাখ্যা কি হতে পারে জানতে চাই উস্তাদ।
২. গতবছর হজ্জের মওসুম জিলহজ্জ মাসে স্বপ্নে দেখি আমার বাবা সাদা পাঞ্জাবী পড়া, আমার বড় উল্লেখ করে আমাকে বলছেন আমি যেন বাবার অনুপস্থিতিতে আমার বড় বোনের পরামর্শ চলি বা কথা শুনি। এই কথা শুনার পর স্বপ্নেই আমি ভাবছিলাম যে বাবা কোন না থাকার কথা বলছেন! উনি তো হজ্জ থেকেও চলে আসছেন, তাহলে কি উনার মৃত্যু পরবর্তী সময়ের দিকে ইঙ্গিত করেছন? (উল্লেখ্য স্বপ্ন যেদিন দেখি সেদিন আমার বাবা মক্কায় অবস্থান করছিলেন)। স্বপ্নে আমি সেসময় আমার বাবার কাছে দো'আ চাই। আমার মনে হলো তিনি ঠিকমতো আমার কথা বুঝেননি। না বুঝেই বলছেন, "হ্যা দিছিতো, সবার সাথে ভাগ করে দেওয়ার পর তোর নামে আলাদা করে কিছু দিয়ে কাগজপত্রও রেডি করে গেছি" এবং আমার ফুফাতো ভাইয়ের নাম উল্লেখ করে বলে যায় কাগজপত্র উনার কাছে থাকবে। ( উল্লেখ্য আমার ভাই নাই, আমরা ৩ বোন। এই ফুফাতো ভাইয়ের সাথে একসাথে জমি কিনে বাড়ি করা করছেন বাবা। ফুফাতো ভাইটিও মাশাআল্লাহ ভালো ও দ্বীনদার)। তো আমার বাবার এই সম্পদের কথাগুলো আমার ভালো লাগছিলো না, তাই আমি আবার আমার জন্য দুআ চাই। তখন উনি উত্তর দেন যো দো'আ করেন।
আমার এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই ইনশাআল্লাহ্। আমি কখনোই এই সম্পদ চাই না উস্তাদ, আমার কোন ইচ্ছে নাই আমার বাবার সম্পদ নেওয়ার। এই স্বপ্নের আগে কখনো আমার এধরণের চিন্তাও মাথায় আসে নি। অনেক আগে থেকেই আমার ইচ্ছা ছিল আমার বাবার সম্পদ আমি বাবার মাগফিরাতের জন্য সাদাকাহ করে দিবো ইনশাআল্লাহ্, উনার সদকায়ে জারিয়ার জন্য, ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ্।
৩. আমার চাচাতো বোন অসুস্থতায় মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুন,আমিন। আমার এই বোনের সাথে সম্পর্ক মোটামুটি ভালোই ছিলো।
একদিন স্বপ্নে দেখি ওর মনটা খুব ভার ও গম্ভীর। আমি বললাম " বিয়ে হচ্জিছে না, কবে যে হয়"। ও তখন বলে ''আল্লাহর কাছে না চাইলে কেমনে হবে? " আমি আবার জিজ্ঞেস করছি, "আমার কি বিয়ে হবে? নাকি হবে না?" ও তখন ধমক দিয়ে বলে "আল্লাহর কাছে কান্নাকাটি না করলে কেমনে হবে?আল্লাহর কাছে চাইয়্যা না নিলে কি হইবো নাকি?"
উস্তাদ আমি যথাসম্ভব দো'আ করছি উত্তম জীবনসঙ্গীর জন্য,,,কিন্তু আমার মনে হচ্ছে আমি আল্লাহ তা'লার কাছে সঠিকভাবে চাইতে পারছি না, নিজের জন্য দো'আ কবুল করিয়ে নিতে পারছি না। আমার করণীয় কি?