আসসালামু আলাইকুম শায়েখ
জাকাত সম্পর্কে কয়েকটি প্রশ্ন উত্তর দিলে উপকৃত হবো ইং শা আল্লাহ।
১. আমার আম্মুর প্রায় ২ ভরি স্বর্ণ আছে এবং ৫২ হাজার টাকা কয়েক বছর ধরে অন্যের কাছে ধার হিসেবে রয়েছে। টাকা টা ফেরত পেতে আরও কয়েক বছর লেগে যেতে পারে। আম্মুর উপর কি যাকাত ফরজ হয়েছে? ফরজ হলে টাকা টা কি স্বর্ণ বেচে দিতে হবে? যেহেতু বর্তমানে ক্যাশ কোনো টাকা নেই, সবটা ধার হিসেবে রয়েছে। (বিঃদ্রঃ টাকা টা আম্মু আব্বুকে ধার দিয়েছে এবং আব্বু সেটা সংসারের কাজে ব্যয় করেছে তবে আব্বু জানেনা যে টাকা টা আম্মুর ।)
২. একজন আলেমের ফেসবুক পোস্টে দেখলাম কারো যদি কিছু সোনা এবং কিছু টাকা থাকে এবং দুটা মিলে রূপার নিসাব পূর্ণ হয় তাহলে যাকাত দিতে হবে। যদি এমনটা হয় তাহলে আমার একটা বিষয়ে একটু খটকা লাগছে
ক. কারো ৬ ভরি সোনা আছে যার মুল্য ৬ লাখ টাকা কিন্তু ক্যাশ কোনো টাকা নাই সো নিসাব পূর্ণ না হওয়ায় তার যাকায ফরজ হলো না।
অপর এক ব্যক্তির ১ ভরি সোনা ও ২০ হাজার টাকা আছে‌। দুটো মিলে রূপার নিসাব পূর্ণ হয় ফলে তাকে জাকাত দিতে হচ্ছে। মাত্র ১লাখ ২০ হাজার টাকার সম্পত্তি থাকায় জাকাত দিতে হচ্ছে আর যার শুধু ৬ ভরি আছে তার বেশি সম্পত্তি থাকার পরেও জাকাত ফরজ হলো না। বিষয়টা অসঙ্গতি পূর্ণ কিনা জানাবেন প্লিজ।