আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমি একজন মেয়ে। আমার বাবা আড়ং এ চাকরি করে প্রায় ১৫/১৬ বছর আর বাবার বয়স প্রায় ৫০ । আমার বাবার কাজ মূলত কোনো জেলার ভেতরের সব গ্রামের সেন্টার থেকে তৈরি করা শাড়ি, পাঞ্জাবি অন্যান্য জামা সংগ্রহ করে অফিসে আনা, সেন্টারে সেন্টারে সেগুলো বানানোর প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা, কর্মীদের বেতন বন্টন আর কাজের তদারকি করা। আমার বাবার একটা চাকরি আমি ছোটো থাকতে হঠাৎ চলে যায় আর অনেক কষ্টে এই চাকরি খুঁজে পায় যার জন্য এ বিষয়ে উনার সাথে কথা বলা একটু কঠিন। যদিও উনার এ চাকরি তেমন পছন্দ না আর পারলে ছেড়েই দিতেন কিন্তু উনার দুই ছেলে মেয়ে এখনো স্কুল- কলেজে আর আমার দাদার জমি জমা এখনো বড় চাচার কর্তৃত্বে। আমার বাবা সব জমানো টাকা, মায়ের গহনা বিক্রি করে সদ্য একটা ছোট দোকান কিনেছে যেটা এখনো ভালো ভাড়া আসে নাই। তাই চাকরি ছেড়ে দিলেও উনার দুই সন্তান চালানোর তেমন সামর্থ্য হবে না আর এই বয়সে অন্য কোথাও ভালো চাকরি হওয়া প্রায় কঠিন। আমি বাবাকে ব্রাকের প্রোপাগান্ডা নিয়ে আগে থেকেই বলার চেষ্টা করেছি কিন্তু পরিস্থিতির জন্য চাকরি ছাড়তে পারেন না। আমার বাবার ঈমান ও তেমন মজবুত না যে মানানো যাবে। আমার দুটো প্রশ্ন আছে। ১) এ পরিস্থিতিতে আমার কি করা উচিত? ২) যেহেতু ব্রাক সদ্যই তার এজেন্ডা প্রকাশ করেছে তাহলে আমার বাবার এতদিনের এবং বর্তমানের উপার্জন কি হালাল?