প্রশ্ন
১, কাযা নামাজ কখন আবশ্যক হয়? মানে, যদি এমন হয় যে ফজরে উঠতে দেরি হয়েছে, যখন উঠেছে তখন ফজরের ওয়াক্ত শেষ এবং সূর্য উঠে গেছে, এখন কি নামাজ কাযা করতে হবে? নাকি কাযা নামাজ তখনই আবশ্যক হয় যখন ওয়াক্তের পর ওয়াক্ত আসে, যেমন ফজরকে যদি যোহরের পর পড়ি তাহলে কাযা করতে হয়। প্রশ্নটা পরিপূর্ণ বুঝে বিস্তারিত সমাধানের আবেদন করছি ইনশাআল্লাহ।
২, একা নামাজ পড়ার ক্ষেত্রে ইকামত দেয়া এবং কিরাত উচ্চস্বরের জায়গা উচ্চস্বরে পড়া কি জরুরী?
৩, যোহরের ফরজ নামাজের পর দুই রাকাত নামাজ পড়া হয়, এটা কি সুন্নতে মুয়াক্কাদা? সহজ করে বললে, জোহরের নামাজে কি ছয় রাকাত সুন্নতে মুয়াক্কাদা?
৪, কাবলাল জুমআ কি সুন্নতে মুয়াক্কাদা? এই নামাজ কি আদায় করা জরুরী? এটা দলিলসহ আলোচনার দাবী রাখছি ইনশাআল্লাহ।