আসসালামু আলাইকুম।
বিছানার বহু বছরের পুরোনো তোষকের বিভিন্ন স্হানে বাচ্চাদের প্রসাব বা অন্যান্য নাপাকি থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। নাপাকি বহুদিন বহুবছর আগের । তবে নাপাকি সেগুলো এখন একেবারেই শুকিয়ে গেছে।এই সন্দেহযুক্ত ময়লা তোষকের উপর পরিষ্কার চাদর বিছানো হলো।আর সেই চাদরের উপর পাক জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া হয়।হঠাৎ একগ্লাস পানি উলটে গেলো বিছানায়। এতে পাক জায়নামাজ, এর নিচে পাক বিছানার চাদর আর এর নিচের নাপাকি থাকার প্রবল সম্ভাবনাযুক্ত সেই তোষক তিনটাই একসাথে সম্পূর্ন ভিজে গেল। আমার জিজ্ঞাসা হলো যেহেতু পাক জায়নামাজ ও এর নিচের চাদর আর চাদরের নিচের সেই ময়লা তোষক একই সাথে পানি প্রবেশ করে ভিজে গেছে। তাই এখন জায়নামাজ আর চাদর দুটোই কি নাপাক হয়ে যাবে? কারন উপর দুটা জিনিস পাক হলেও নিচের তোষক তো আমার মতে নাপাক। সুতরাং তোষক ভিজে যাবার কারনে পরিষ্কার চাদর আর জায়নামাজও ভিজে অপবিত্র হয়ে গেলো কি না! এখন কি আমাকে পুনরায় চাদর ও জায়নামাজ ধৌত করতে হবে!এগুলো পুনরায় ধৌত করা অনেক কষ্টকর।দয়া করে মাসআলা জানিয়ে উপকৃত করবেন জাযাকাল্লাহু খইরান।