বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭. ৫ভড়ি।
রূপার নেসাবঃ৫২. ৫ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)যেহেতু আপনার নিকট শুধুমাত্র দুই ভড়ি স্বর্ণ রয়েছে, তাই আপনার উপর যাকাত ফরয হবে না।
(২) ব্যবসায়ী নয় এমন কারো কাছে বই আছে থাকলে তাকে যাকাত দিতে হবে না।
(৩) ৬ ভরি ৩ আনা গহনার সাথে যদি ২৬ হাজার টাকার ডিপোজিট থাকে,এবং এই ডিপোজিটের টাকার এক বৎসর যাবৎ থাকে, তাহলে যাকাত দিতে হবে।
(৪) সে তো প্রথমে নিজ সন্তুষ্টিতেই মহর দিয়েছিলো, তাই এখন জুলুমের অভিযোগ গ্রহণযোগ্য হবে না। মহর কমানোর কোনো প্রয়োজনিয়তা নাই। হ্যা,মহর উসূল করার কোনো চাপ প্রয়োগ আপনি করবেন না।