আসসালামু আলাইকুম।
১/আমি অনেক বিড়ম্বনায় আছি।অনেকদিন আগের ঘটনা।আমি খুব সম্ভবত নাপাক কল ধৌত করার সময় পানির দুই এক ছিটা বালতিতে পড়ে যেখানে আম্মু তার কাপড় পানিতে ভিজিয়েছিল।আম্মু শরিয়াসম্মত কাপড় ধৌত করে না।কাপড় হতে ফোটা ফোটা পানি পড়ে অনেক।আর এই পানি বেলকনিতে কাপড় শোকানোর সময় ফ্লোরে পড়ে। আমি অযু করার পর ওই বেলকনিতে নাপাক না জেনে পা রাখি।এবং ওই ভেজা পায়ে বাড়ির অন্যান্য অংশে পা রাখি। পা ধুয়ে নিলেও ফ্লোর মোছা হয় নি।উল্লেখ্য আমাদের ফ্লোরটা টাইলস বিশিষ্ট। হালকা ভেজা হলে টাইলস শুকিয়ে যায় তবে পানি পড়লে শুকাতে সময় লাগে।আমাদের ফ্লোর কি নাপাক?
২/যদি নাপাক হয়, তাহলে মোপ বা ঘর মুছনি দিয়ে কীভাবে পাক করতে পারি?
৩/আসলে ভেবেছিলাম যে ফ্লোরটির হয়ত শোষণ ক্ষমতা আছে,তাই পাক ভেবেছিলাম। এখন আমি যে নামায পড়েছি,তা কি দোহরাতে হবে?
৪/এতদিন ধরে অযু করার পর ভেজা পায়ে ঐ টাইলস দিয়ে গিয়েছি।ঐ জায়নামাযে ভেজা পায়ে দাঁড়িয়েছি।এখন তো জায়নামাজ নাপাক?
৫/পরিবার পাক নাপাক মাসয়ালা না জানার কারণে অনেক সমস্যা হয়।আম্মু আমার কথা মানতে চাই না।আমার কথার গুরুত্ব নেই।আম্মুর ধৌত করা কাপড়ের পানি টাইলসে পড়ে।বাথরুমের পাপোশটিও তো নাপাক হওয়ার কথা। এখন কি করণীয়?
৬/আমি যদি ওসিডির জন্য চিকিৎসা বা রুকাইয়া করি,এসকল সমস্যার সমাধান কি হবে ইন শা আল্লাহ?