ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭. ৫ভড়ি।
রূপার নেসাবঃ৫২. ৫ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার শশুড়বাড়ী থেকে প্রাপ্ত গহেনার সাথে আপনার বাবার প্রদত্ব গহেনা সংযুক্ত হয়ে নেসাব পরিমাণ হয়েছে।নেসাব পরিমাণ হওয়ার পর থেকে এখনো এক বৎসর হয়নি, তাই এখনই যাকাত ফরয হচ্ছে না।বরং যখন এক বৎসর পূর্ণ হবে, তখনই যাকাত দিতে হবে।হ্যা, আপনি চাইলে অগ্রিম দিয়ে দিতে পারেন, যেহেতু রমজানে সদকাহর সওয়াব বেশী।