আস্সালামু &আলাইকুম ওয়া রহমাতুল্লহ .....
আমার বান্ধবীর নরমালি হায়েজ থাকে ৭ দিন...কিন্তু লাস্ট বার হায়েজের সময় হলে ওর শুধু একদিন ব্লিডিং হয় তারপর আর হয় নি ...এ মাসে ওর পিরিয়ড হয় শুক্রবার,তারপর মাঝের দিনগুলোত কিছু হয়নি।গতকাল (মঙ্গলবার) আবার অল্প বিল্ডিং হয় আর আজকেই ব্লিডিং স্টপ হয়ে গিয়েছে..শুক্র-আজ=৬ দিন।মাঝে একবার ডাক্তার দেখানো হয়েছিল,ডাক্তার কিছু টেস্ট দেয়,সেগুলো করবে কিছুদিনের মধ্যে।কিন্তু এখন সে কি করবে !
সে কি ফরজ গোসল করে আগামীকাল থেকে নামাজ-রোজা শুরু করবে?
যেহেতু ব্লিডিং হচ্ছে না....জানানোর অনুরোধ