বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
যদি চার মাস বা তার চেয়ে বেশী সময়ের পর গর্ভপাত হয় তাহলে গর্ভপাত পরবর্তী নেফাস হিসেবে গণ্য হবে।আর চার মাসের পূর্বে গর্ভপাত হলে সে রক্তকে হায়েয গণ্য করা হবে যদি তা তিনদিন বা তার চেয়ে বেশী সময় অতিবাহিত হয়।আর তিনদিনের কম বা দশদিনের বেশী সময় অতিবাহিত হলে সে রক্তকে ইস্তেহাযার রক্ত হিসেবে গণ্য করা হবে।(আহসানুল ফাতাওয়া-২/৭১)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
চার মাসের পূর্বে যদি ইমার্জেন্সি পিল খাওয়ার দরুণ রক্তস্রাব আসে, এবং সেই রক্তস্রাব যদি ১৫ দিন পাকপবিত্র থাকার পর অতিবাহিত হয়, তাহলে তিন দিন বা তার বেশী রক্তস্রাব হলে, সেটা হায়েয হবে,অতিরিক্ত হলে ইস্তেহাযা হবে।