ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(যে সকল কারণে রোযা নষ্ট হয় না)
এ রকম বিষয় (প্রায়) চব্বিশটি :
১.২.৩. যদি কেউ ভুলবশত কিছু খেয়ে ফেলে, অথবা পান করে অথবা সঙ্গম করে। যদি ভুলে যাওয়া ব্যক্তির রোযা রাখার শক্তি থাকে তবে যে ব্যক্তি তাকে খেতে দেখল, সে তাকে রোযার কথা স্মরণ করিয়ে দেবে।স্বরণ না করিয়ে দেয়া মাকরুহ। কিন্তু যদি তার রোযা রাখার শক্তি না থাকে তবে রোযার কথা স্মরণ না করিয়ে দেওয়াই উত্তম।
৪. কেবল দৃষ্টি দেওয়ার কারণে কারও রেতঃপাত হলে,
৫. কল্পনার কারণে রেতঃপাত হলে, এমনকি যদি একাধারে তাকিয়ে থাকে এবং নিরবচ্ছিন্ন কল্পনা করতে থাকে
৬.তেল লাগালে,
৭.সুরমা লাগালে, যদিও গলার ভিতর তার মান অনুভব হয় না কেন।
৮. শিঙ্গা লাগালে,
৯. গীবত করলে,
১০.রোযা ভঙ্গ করার নিয়ত করলে, অথচ ভঙ্গ করেনি।
১১. স্বেচ্ছা কর্ম ব্যতিরেকে গলার ধোঁয়া গেলে,
১২. ধুলা-বালি গলায় চলে গেলে, যদি কোন মেশিনের ধুলা হয় তবুও।
১৩. গলায় কোন মাছি চলে গেলে,
১৪. ওষুধের স্বাদের আছর গলায় গেলে, যদিও রোযার কথা তার স্মরণে থাকে।
১৫ জুনুবী হলে, যদিও পুরোদিন জানাবত অবস্থায় অতিবাহিত করে না কেন।
১৬. ১৭. পুরুষাঙ্গের ছিদ্রে পানি বা তেল দিলে,
১৮. কেউ নদীতে ডুব দিলে বা কানে পানি ঢুকে গেলে
১৯. কেউ কোন খড়ি দ্বারা কান চুলকালে, যার ফলে কান থেকে ময়লা বের হয় এবং সে সেই খড়িটি বারবার কালে প্রবিষ্ট করলে।
২০. যদি কারও নাকের গোড়ায় শ্লেষ্মা জমা হয়, অতঃপর সে ইচ্ছাকৃতভাবে তা উপরের দিকে টেনে নেয়, অথবা গিলে ফেলে। গলার কফ বাইরে পেলে দেওয়া চাই, যাতে ইমাম শাফেয়ী (রহ)-এর অভিমত মোতাবেকও রোমা নাই না হয়।
২১. যদি কারও অনিচ্ছাকৃতভাবে বমি আসে, আবার তা কোন স্বেচ্ছাকর্ম ব্যতিরেকে পেটে ফিরে যায়, সঠিক অভিমত মোতাবেক যদি তা মুখ ভরেও হয় তবুও।
২২. বিশুদ্ধ অভিমত মোতাবেক, যদি কেউ ইচ্ছাকৃতভাবে মুখ ভর্তির চেয়ে কম বমি করে,
এমনকি যদি সে ইচ্ছাকৃতভাবে ফিরিয়ে নেয় তবুও। এটাই সঠিক অভিমত
২৩. যদি কেউ দাঁতের মাঝে আটকে থাকা বস্তু খেয়ে ফেলে এবং তা পরিমাণে ছোলার চেয়ে কম হয়।
২৪. যদি কেউ সরষের মত কোন বস্তু মুখের বার থেকে নিয়ে চিবিয়ে নিশ্চিহ্ন করে ফেলে এবং গলায় তার কোন রকম স্থান অনুভব না করে।(নুরুল ইযাহ)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ইস্তেঞ্জা করার পরে প্রসাবের রাস্তার মুখটা ধরে যদি পানি ব্যবহার করা হয়,তাহলে রোযা ফাসিদ হবে না।