আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
132 views
in ওয়াসওয়াসা by (5 points)

ছোট ইস্তেঞ্জা করার পরে প্রসাবের রাস্তার মুখটা ধরে যদি পানি ব্যবহার করা হয় তাহলে কি রোজা ভঙ্গ হবে?


যদি ভঙ্গ হয় তাহলে এটা করণীয় কি?

 

 কাজা আদায় করতে হবে না কাফফারা?

 

 

 আর সারাদিন কি না খেয়ে থাকতে হবে?

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(যে সকল কারণে রোযা নষ্ট হয় না)
এ রকম বিষয় (প্রায়) চব্বিশটি :
১.২.৩. যদি কেউ ভুলবশত কিছু খেয়ে ফেলে, অথবা পান করে অথবা সঙ্গম করে। যদি ভুলে যাওয়া ব্যক্তির রোযা রাখার শক্তি থাকে তবে যে ব্যক্তি তাকে খেতে দেখল, সে তাকে রোযার কথা স্মরণ করিয়ে দেবে।স্বরণ না করিয়ে দেয়া মাকরুহ। কিন্তু যদি তার রোযা রাখার শক্তি না থাকে তবে রোযার কথা স্মরণ না করিয়ে দেওয়াই উত্তম।
৪. কেবল দৃষ্টি দেওয়ার কারণে কারও রেতঃপাত হলে,
৫. কল্পনার কারণে রেতঃপাত হলে, এমনকি যদি একাধারে তাকিয়ে থাকে এবং নিরবচ্ছিন্ন কল্পনা করতে থাকে
৬.তেল লাগালে,
৭.সুরমা লাগালে, যদিও গলার ভিতর তার মান অনুভব হয় না কেন।
৮. শিঙ্গা লাগালে,
৯. গীবত করলে,
১০.রোযা ভঙ্গ করার নিয়ত করলে, অথচ ভঙ্গ করেনি।
১১. স্বেচ্ছা কর্ম ব্যতিরেকে গলার ধোঁয়া গেলে,
১২. ধুলা-বালি গলায় চলে গেলে, যদি কোন মেশিনের ধুলা হয় তবুও।
১৩. গলায় কোন মাছি চলে গেলে,
১৪. ওষুধের স্বাদের আছর গলায় গেলে, যদিও রোযার কথা তার স্মরণে থাকে।
১৫ জুনুবী হলে, যদিও পুরোদিন জানাবত অবস্থায় অতিবাহিত করে না কেন।
১৬. ১৭. পুরুষাঙ্গের ছিদ্রে পানি বা তেল দিলে,
১৮. কেউ নদীতে ডুব দিলে বা কানে পানি ঢুকে গেলে
১৯. কেউ কোন খড়ি দ্বারা কান চুলকালে, যার ফলে কান থেকে ময়লা বের হয় এবং সে সেই খড়িটি বারবার কালে প্রবিষ্ট করলে।
২০. যদি কারও নাকের গোড়ায় শ্লেষ্মা জমা হয়, অতঃপর সে ইচ্ছাকৃতভাবে তা উপরের দিকে টেনে নেয়, অথবা গিলে ফেলে। গলার কফ বাইরে পেলে দেওয়া চাই, যাতে ইমাম শাফেয়ী (রহ)-এর অভিমত মোতাবেকও রোমা নাই না হয়।
২১. যদি কারও অনিচ্ছাকৃতভাবে বমি আসে, আবার তা কোন স্বেচ্ছাকর্ম ব্যতিরেকে পেটে ফিরে যায়, সঠিক অভিমত মোতাবেক যদি তা মুখ ভরেও হয় তবুও।
২২. বিশুদ্ধ অভিমত মোতাবেক, যদি কেউ ইচ্ছাকৃতভাবে মুখ ভর্তির চেয়ে কম বমি করে,
এমনকি যদি সে ইচ্ছাকৃতভাবে ফিরিয়ে নেয় তবুও। এটাই সঠিক অভিমত
২৩. যদি কেউ দাঁতের মাঝে আটকে থাকা বস্তু খেয়ে ফেলে এবং তা পরিমাণে ছোলার চেয়ে কম হয়।
২৪. যদি কেউ সরষের মত কোন বস্তু মুখের বার থেকে নিয়ে চিবিয়ে নিশ্চিহ্ন করে ফেলে এবং গলায় তার কোন রকম স্থান অনুভব না করে।(নুরুল ইযাহ)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ইস্তেঞ্জা করার পরে প্রসাবের রাস্তার মুখটা ধরে যদি পানি ব্যবহার করা হয়,তাহলে রোযা ফাসিদ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...