আসসালামু আলাইকুম
https://ifatwa.info/94162/
আমার এই প্রশ্নে ওয়াশিং মেশিন সম্পর্কিত একটি প্রশ্ন করেছিলাম।উত্তরে যে লিংক দেওয়া হয়েছে আমাদের ওয়াশিং মেশিন ও এরকম পানি দিয়ে কাপড় ধৌত করে এমন ভাবে পানি নিংড়ায় প্রায় ৪০ ভাগ শুকিয়ে যায়।এরকম ৩-৪ বার কাপড় ধৌত করে ও নিংড়ায়।এভাবে তো পাক হয়ে যাওয়ার কথা।
কিন্তু হযরত আমার প্রশ্ন অন্য একটি বিষয়ে।
ওয়াশিং মেশিনের ভিতরে অনেক বড় থাকে।অল্প কাপড় দিলে অল্প পানি দেই।দেখা যায় অর্ধেক পরিমাণ পানি জমা হয়।কিন্তু এই পানি যখন পাইপ দিয়ে বের হয় তখন নাপাক কাপড়ে লেগে উপরে যে বাকি অর্ধেক ফাঁকা অংশ থাকে সেখানে পানি ছিটে যায়(বালটিতে কাপড় ধোয়ার সময় টেপ ছাড়লেও এমনটি হয়)
পানিতে ধোঁয়া শেষে যখন নিংড়ায় তখন অনেকবার স্পিডে ভিতরের অংশ ঘুরতে থাকে।এর ফলে উপরে লাগা সেই নাপাক কাপড় থেকে ছিটে আসা পানি নিচে চলে আসে।সব পানি বের হয়ে যায় নীচ দিয়ে।
এখন ওই নাপাক কাপড় থেকে প্রথমে ছিটা পানি যে শেষে গড়িয়ে আবার ওই কাপড়েই লাগতেছে।প্রত্যেক মেশিনেই এরকম।এক্ষেত্রে কী কাপড় আবার নাপাক হয়ে যাবে?নাকি তাও তিনবার ধোঁয়া শেষে কাপড় পাক বলে গণ্য হবে?
জাজাকাল্লাহ