ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নিজের যাকাতের মাল বন্টনের জন্য পৃথক করার সময় যাকাতের নিয়ত করা শর্ত। সুতরাং যাকাতের মাল অন্যান্য মাল থেকে পৃথক করার সময় যদি যাকাতের নিয়ত করা হয়, এবং বন্টনের সুবিধার্থে বা সঠিক কাজে ব্যায় হওয়ার সুবিধার্থে যদি কিস্তিতে দেওয়া হয় বা তৃতীয় কারো কাছে রেখে কিস্তিতে দেওয়া হয়, তাহলে যাকাত আদায় হবে। এতে কোনো অসুবিধে নেই। তবে বিনা জরুরতে বিলম্ব করা মাকরুহে তাহরিমি।
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2/ 268)
(وشرط صحة أدائها نية مقارنة له) أي للأداء (ولو) كانت المقارنة (حكما)… (أو مقارنة بعزل ما وجب) كله أو بعضه…