ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুযাকারায়ে তালাক বা তালাকের আবােদন/ আলোচনার প্রেক্ষাপট
وفي حالة مذاكرة الطلاق يقع الطلاق في سائر الأقسام قضاء إلا فيما يصلح جوابا وردا فإنه لا يجعل طلاقا كذا في الكافي
মুযাকারায়ে তালাকের মুহূর্তে সকল প্রকার কেনায়া তালাকের শব্দ দ্বারা (কাযা'আন) তালাক পতিত হবে,(তবে দিয়ানাতান তালাক হবে না)। হ্যা, যেই সব শব্দ দ্বারা তালাকের আবেদনকে গ্রহণ এবং প্রত্যাহার উভয়টাই বুঝাবে,সেই সব শব্দ দ্বারা তালাক পতিত হবে না।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৩৭৫)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ঝগড়ার সময় স্ত্রী রেগে গিয়ে যদি বলে, আমাকে ছেড়ে দাও বা তালাক দাও এর উত্তরে স্বামী শুধু বলে (তালাকের নিয়ত ছিলো না) "দিলাম"। তাহলে এদ্বারা কাযাআন তো তালাক হবে, তবে স্বামীর তালাকের নিয়ত না থাকার কারণে দিয়ানাতান তালাক হবে না।
কাযাআন বলতে, স্ত্রী যদি কোর্টে এ বিষয়টা পেশ করে, তাহলে কোর্ট তালাক হওয়ারই ফায়সালা দিবে। তবে যদি স্ত্রী কোর্টে এ বিষয়টিকে উত্তাপন না করে, তাহলে দিয়ানত হিসেবে তালাক হবে না।