আস-সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ্
আমার একজন আন্টি জানতে চেয়েছেন
"
মার্চের ৮তারিখ থেকে নামাজ শুরু করেছি,আজ ২৪তারিখ পিরিওড দেখা দিয়েছে।আমি জানি, দুই পিরিওডের মধ্যবর্তী সময় ১৫ দিন হলে নামাজ রোজা বন্ধ রাখতে হবে।কিন্তু আমি বর্তমানে পিল ইউজ করছি,সেখানে তো ২১দিন পর ব্রাউন পিল খাবার সময় থেকে পিরিওড আরম্ভ হয়।এখন আমি বুঝতেছি না,১৫দিন হয়ে যাওয়াতে এখনি নামাজ অফ রাখবো? নাকি পিল অনুযায়ী যখন ২১দিন পর হবে তখন বন্ধ রাখবো?[ পিরিওডের সমস্যার জন্য ডাক্তার পিল দিয়েছে]"