আমার কাছে ০২ এপ্রিল ২০২৩ সালে ১ লাখ টাকা আসে (হাদিয়া হিসেবে)। যেটা থেকে ২০ হাজার টাকা দিয়ে ওয়াশিং মেশিন কিনি (২২ মে ২০২৩ সালে), পরবর্তীতে কিছু টাকা খরচ করে ফেলি। এরপর ল্যাপটপ কিনি ৩১+ দিয়ে (২২ জুন ২০২৩)। আর ৩০ হাজার টাকা আমার কাছে মজুদ আছে ২২ জুন ২০২৩ সালের পর থেকে। উল্লেখ্য নানান সময়ে ৫-৭ হাজারের টাকা এই মজুদ টাকা থেকে খরচ হয়েছে, ধার দেওয়া হয়েছে। তারপর অনেকদিন জমিয়ে আমি ৩০ হাজার টাকা একত্র করতাম।
আমার যাকাত দিতে হবে কি না এটা নিয়ে আমি সংশয়ে। সাড়ে সাত ভরি স্বর্ণ বা ৫২.৫ তোলা রূপার কথা জানি। কিন্তু ৩০ হাজার টাকাসহ ল্যাপটপ যে আছে এটার জন্য আমি আসলে অনেক কনফিউজড। আমি কোনো ইনকাম করি না, আমি স্টুডেন্ট।