আসসালামু আলাইকুম মুহতারাম
আমার কাছে এক বছর যাবত সাড়ে চার ভরি স্বর্ণ আর দুই হাজার টাকা জমানো আছে।
যেহেতু স্বর্ণ নিসাব পরিমাণ নয় আর টাকার পরিমাণও কম আমি বুঝতে পারছি না আমার যাকাত দিতে হবে কিনা?
প্রশ্ন :(১) উক্ত সোনা ও টাকার মোট হিসাব অনুযায়ী কি আমার উপর যাকাত ফরয?
(২) যদি আমার উপর যাকাত ফরয হয় তাহলে অনুগ্রহ করে সাড়ে চার ভরি সোনা ও দুই হাজার টাকার জন্য যাকাতের হিসাব টা করে দিবেন।