১/ যদি সবাই মিলে কোনো জিনিস কিনি এবং আমার মাধ্যমে কিনে যদি পুরুষের সামনে তারা প্রদর্শন করে তাহলে কি আমার গুনাহ হবে বা কিনতে পারবো?
২/প্রাইভেট এর শুরুতে টাকা ঠিক না করে মাস শেষে যে বেতন দেয় সেটা কম হয় এবং আমি যদি তাদের থেকে না নেই এবং পরে তারা বাড়িয়ে দেয় তাহলে এটা কি জুলুম?
৩/ আমি রান্নাঘরে ছিলাম সেখানে ধোয়া ছিল তো আমি হঠাৎ ভুলে কোনো একটা তরকারির ঘ্রান নিতে যাই তখন আমার মনে পড়ে যে ধোয়া ঢুকে যেতে পারে এরপর আমি নিশ্বাস আটকে ফেলি আমি জানিনা ধোয়া ঢুকেছে কিনা এখন কি আমার রোযা হবে?
৪/কাউকে উদ্দেশ্য করে যদি বলি যার যার ব্যক্তিগত ব্যাপার নাম না নিয়ে থাকলে তাহলে কি এটা গিবত হবে?
৫/ ব্যাংক থেকে যে ডায়েরি গুলো দেয় ওইটা ব্যবহার করা যাবে?