আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমার প্রশ্ন ছিলো বর্তমানে স্বর্ণের মূল্য অনেক। স্বর্ণের যাকাতের নেসাব ৭.৫ ভরী, কিন্তু বাজার মূল্যের ঊর্ধ্বগতির কারণে, এর কম পরিমাণ স্বর্ণের মূল্য যদি রূপার নেসাব পূর্ন করে,
অর্থাৎ, কারো স্বর্ণমূল্য যদি ৫২.৫ তুলা রূপার মূল্যের সমান হয় তাহলে কি যাকাত দিতে হবে?? যেহেতু স্বর্ণের মূল্য অনেক বর্তমান বাজারে।
সেক্ষেত্রে, কারো যদি ৫.৫ বা ৬ ভরি স্বর্ণ থাকে, এবং নগদ অর্থ ও রূপা না থাকে। এমতবস্থায় কি যাকাত দিতে হবে??