১/আমার কাছে 74.18 g সোনার মত আছে যা দেখলাম আমি ৬+ ভরি হয়ত, আর রুপার নুপুর অইটা ওজন জানি না আর আমার কাছে ৫ হাজার টাকা জমানো ছিল এইটা হয়ত ১ বছর হয়েছে প্রায় বা হইসে এখন আমার কি যাকাত আসছে? আর আসলে কত টাকা দিলে আমার সম্পদ পবিত্র হবে,যাকাত আদায় হবে?
২/কেউ যদি কোনো ইচ্ছে পূরনের জন্যে জমায় যেমন হজ্জ করবে বা মসজিদ বানাবে সেইটা অল্প অল্প করে জমায় তাহলে তার জাকাত আসবে? আসলে কিভাবে কারন কত টাকা জমা সে তহ জানে না আর যেহেতু অল্প করে জমায় তাহলে বছর হিসাব কিভাবে করবে? যেমন এক মাসে ১ হাজার/৩ হাজার/ ৫০০ করে জামায় এইভাবে কয়েক বছর জমাতে হবে তার উদ্দেশ্য পূরনের জন্য তাহলে অইটায় যাকাত কিভাবে ধরবে আসলে?