আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। উস্তাজ যদি কারো ২ তালা একটা বাসার কাজ করার জন্য প্রায় ৮ টাকা অবশিষ্ট থাকে( বাসার কাজ চলমান) এবং এই টাকাটা সে গত ২ মাসে হালাল ভাবে ইনকাম করেছে। এবং ওই ২ তালা বাসাটার ১ টা ফ্লাট বিক্রি করার অগ্রিম প্রায় ২৩ লাখ টাকা যদি তার কাছে আছে ( ফ্লাট এখনো রেডি হয়নি কাজ চলমান, হস্তান্তর করাও হয়নি) তাহলে এই রমজানে তাকে কতো টাকার যাকাত দিতে হবে। তার প্রায় ২ লাখ টাকার গহনা আছে সোনার। সে আলহামদুলিল্লাহ প্রতি বছর যাকার আদায় করে। সে কতো টাকার যাকাত দিবে বুঝতে পারছেনা। গত রমজানে বাসা করার জন্য জমি কিনে তার বেংক এ ১৯ টাকা ছিলো সে ১৯ লাখ টাকার যাকাত আদায় করেছে। এই জমি ব্যবসায়িক উদ্দেশ্যে কেনা হয়নি। নিজে পরিবার নিয়ে থাকবে এবং আল্লাহ সামর্থ্য দিলে ফ্লোর করে ভাড়া দিবে এমন নিয়ত করে কেনা হয়েছে। এবং বর্তমানে সেই বাসার কাজ ই চলছে। এখন কত টাকার যাকাত দিবে সেটা সে বুঝতেছেনা একটু জানাবেন প্লিজ