আসসালামু আলাইকুম
একবোনের হয়ে জানতে চাই-
বালেগা হওয়ার পর সে রোজা রেখেছে তবে কিছু রোজা রাখেনি। আনুমানিক হিসাব পাওয়া মুশকিল। এক্ষেত্রে তার করনীয় কি? কাফফারা দিতে হলে কি নিয়ে দিবে, হুজুর একটু ক্লিয়ার করে বলিয়েন ইন শা আল্লহ।
তার বাবু যখন প্রায় এক বছর, সেহরিতে জাগ্রত হতে না পারার কারনে পানাহার ছাড়াই রোজা রেখেছিল। কিন্তু বাবু যেহেতু বুকের দুধ খায়, দুর্বল ও পিপাসা লাগার কারনে রোজা ছেড়ে দিয়েছিল আবেগের বশে। এক্ষেত্রে তার বিধান কি হবে?