ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মৃত্যু পরবর্তী সম্পদকে আল্লাহ তা'আলা নিজেই বন্টন করে দিয়েছেন।তাই কারো মৃত্যুর পর আল্লাহ তা'আলা প্রদত্ত বিধি-বিধানের আলোকেই তার সম্পদ বন্টন করতে হবে।এক্ষেত্রে কোনো ওয়ারিছকে তার নির্ধারিত অংশ ব্যতীত অতিরিক্ত কিছু দেয়া যাবে না বা তার ওসিয়ত করা যাবে না। জায়েয হবে না।তবে বাকী সমস্ত ওয়ারিছদের সম্মতিতে কোনো এক ওয়ারিছকে সমস্ত সম্পত্তি বা তার নির্ধারিত অংশের চেয়ে বেশী দেয়া যাবে। মৃত্যুর সময় এক তৃতীয়াংশ সম্পত্তিকে ওয়ারিছ ব্যতীত অন্য যে কারো জন্য ওসিয়ত করা জায়েয আছে।
হ্যা, যদি কোনো ব্যক্তি ছেলে না থাকাবস্থায় তার পূর্ণ সম্পত্তিকে তার মেয়েদের নামে দিয়ে যায়,তাহলে তখন সে গোনাহগার হলেও তার মেয়েরা পূর্ণ সম্পত্তির মালিক বনে যাবে। মেয়ের নিরাপত্তার স্বার্থে যদি কেউ তার মেয়েকে যথেষ্ট পরিমাণ সম্পদ তার জীবদ্দশায় লিখে দিয়ে যায়, অন্যান্য ওয়ারিছদেরকে বঞ্চিত রাখা উদ্দেশ্য না হয়, তাহলে হয়তো আল্লাহ ক্ষমা করে দিতেও পারেন।আল্লাহই ভালো জানেন।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু আপনার বাবা আপনার চাচা ও ফুফুদেরকে তাদের চাহিদা মোতাবেক বাড়ি ইত্যাদি দিয়ে দিয়েছেন, আরো কিছু চাচা ও ফুফুদেরকে দিয়ে দিতে বলবেন।অতঃপর নতুন বাড়িটিকে যদি আপনাদের নামে লিখে দিয়ে যান, তাহলে আশা রাখা যায়, আখেরাতে উনাকে আর এ ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না।