ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
তাহাজ্জুদ নামাজের সময় নামাজ পড়াকালীন রুকু সিজদায় বাংলায় দুআ করার রুখসত কিছু সংখ্যক আলেম দিয়ে থাকেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/185
(২)নামাজ শেষে মোনাজাতের সময় আরবী/ বাংলা কোনো দুআ মোবাইল/ বই দেখে পড়া যাবে।
(৩) যদি কপালে শক্ততা অনুভূত হয়, তাহলে নামায হয়ে যাবে।
(৪) শুধু হাসি হাসি ভাবের কারণে নামায ফাসিদ হবে না।
(৫) মনের মধ্যে নিয়ত থাকলেই নামায হবে।
(৬) জ্বী, এটা ওয়াসওয়াসা।
(৭) হারাম শরীফ, রওযা মোবারক, কাবা শরীফ এর সামনে মৃত্যু মোনাজাত চাওয়া যাবে।