আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
আমার প্রায় সাড়ে তিন মাস যাবত পিরিয়ড হয়না। তো প্রায় ২০/২২ দিন আগে একবার ১ দিনের মত বাদামি স্রাব গিয়েছিল তারপর অফ হয়ে যায়। তাই আমি তখন তা ইস্তেহাজা ভেবে নামাজ আদায় করি। এখন ৪ দিন যাবত আবার আমার বাদামী স্রাব যাচ্ছে শুধুই স্রাব কোন ব্লিডিং না। আমি নামাজ,রোজা অফ রেখেছি।
যখন আমার অনেক দিন পিরিয়ড অফ থাকে যেমন ৩ মাস। তখনই আমার এরকম হয় যে ৭/৮ দিন শুধুই বাদামী স্রাব দেখা যায় কোন ব্লিডিং হয়না। এমনও আছে ১০ দিনের উপর শুধু বাদামী স্রাবই গিয়েছে কোন প্রকার ব্লিডিং হয়নি।তারপর থেকে শুরু হয় পুরো দমে ব্লিডিং প্রচুর ভারি ব্লিডিং যা শুরু হলে ২০/৩০ দিন চলে যায় বন্ধ হয়না ওষুধ না খাওয়া অব্দি।
তো আমি প্রায় এমন অনেকবার ১০ দিনের সেই স্রাবকে হায়েজ ধরে ব্লিডিং এর সময় থেকে নামাজ আদায় করেছি যা আমার জন্য খুবই কষ্টকর ছিল। এই অবস্থায় নামাজ আদায় খুবই কষ্টকর।
আমি আসলে জানতে চাচ্ছি যে আমার যে কয়েকদিন শুধু বাদামী স্রাব যায় তখন থেকে কি আমি নামাজ আদায় করতে পারবো? কারন আমার ব্লিডিং শুরু হয় ৮/৯ দিন পর থেকে ব্লিডিং এর সময় নামাজ পড়া খুবই কষ্টকর কারন আমার স্বাভাবিক হয়না প্রচুর ভারি ব্লিডিং হতে থাকে তখন মাথা ঘুরায়।
বি:দ্র: আমার ৯/১০ দিন পর থেকে ব্লিডিং হয় এটা শুধু মাত্রই ৩ মাসের মত পিরিয়ড গ্যাপ গেলে। যদি মাসে মাসে হয় তখন আমার ৭/৮ দিন যায়।