আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
169 views
in পবিত্রতা (Purity) by (4 points)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ উস্তাজ! আমার প্রশ্নগুলো হচ্ছেঃ

১/ হায়েজ অবস্থায় কি কোরআনের অর্থ এবং তাফসির পড়া যাবে? যেমনঃ তাফসিরে উসমানী 

২/ হায়েজ অবস্থার কোন আমল করতে পারি? বললে মুনাসিব হতো।

৩/ রুকইয়ার জন্য যেই আয়াত গুলো পড়তে হয় ওগুলো কি পড়তে পারবো?

৪/ ঘুমানোর পূর্বে সুরা মূলক পড়তে হয়। এই অবস্থায় কি পড়তে পারবো?

 

জাঝাকাল্লাহু খইরন! উত্তর গুলো দিলে মুনাসিব হতো। 

1 Answer

0 votes
by (606,450 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অপবিত্র বা হায়েয অবস্থায় কুরআন স্পর্শ করা যাবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- 793  হায়েয অবস্থায় কুরআন তেলাওয়াত করা যাবে কি না?এ সম্পর্কে উলামাদের মধ্যে মতবেদ রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 389 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)হায়েয অবস্থায় কুরআনের তাফসীর সম্বলিত ঐ সব কিতাব যেগুলোর অধিকাংশ জুড়ে তাফসীর রয়েছে, সেগুলোতো স্পর্শ করা জায়েয হবে না, হ্যা, স্পর্শ না করে শুধুমাত্র তাফসীর পড়ার রুখসত থাকবে ।তবে যেগুলোর অধিকাংশ জুড়েই তাফসীর, সেগুলো স্পর্শ করা যাবে। 
''في فتاوی شامی'':
وقد جوّز أصحابنا مس كتب التفسير للمحدث ولم يفصلوا بين كون الأكثر تفسيراً أو قرآناً، ولو قيل به اعتباراً للغالب لكان حسناً''۔(1/177۔دارالفکر)
'' وفي مراقی الفلاح'' :
''قوله : ( إلا التفسير ) في الأشباه: وقد جوّز بعض أصحابنا مسّ كتب التفسير للمحدث ولم يفصلوا بين كون الأكثر تفسيراً أو قرآناً، ولو قيل به اعتباراً للغالب لكان حسناً۔ وفي الجوهرة: كتب التفسير وغيرها لا يجوز مس مواضع القرآن منها وله أن يمس غيرها''۔(1/95)

(২) হায়েজ অবস্থায় বেশী বেশী তাসবিহ পাঠ করুন,এবং হাদীসে বর্ণিত গুলো পড়ুন।কুরআনে বর্ণিত দু'আ গুলোকে দু'আ হিসেবে পড়তে পারবেন। তাফসীর ও দ্বীনি কিতাবাদি পড়বেন।
(৩) রুকইয়ার জন্য যেই আয়াত গুলো পড়তে হয়, সেগুলো পড়তে পারবেন।
(৪) সূরা মূলক কে রুকইয়াহ হিসেবে পড়ার কথা তো হাদীসে আসেনি। তাই এ সূরাকে পড়া যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
উস্তাজ বাংলা তাফসির অধিসাংশ জুড়ে। সংক্ষিপ্ত তাফসির গ্রন্থ গুলো যেমন হয় আরকি! ওগুলো পড়া যাবে?
by (606,450 points)
জ্বী, এগুলো পড়া যাবে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...