আসসালামু আলাইকুম
১) দুয়া কুনুত জানা থাকলেও কেউ যদি সূরা ফাতিহা পড়ে তার জায়গায়,তাহলে কি নামাজ হবে?
বিঃদ্রঃ সাহরী করার আর ৬ মিনিট ছিল মাত্র, তাই তাড়াতাড়ি করার জন্য সূরা ফাতিহা পড়েছি,আবার মনে হচ্ছিল দুয়া কুনুত মাঝে যদি ভুলে যাই আবার তখন কী করব,হয়তো শয়তানের ওয়াসওয়াসা ছিল। এভাবে নামাজ শেষ করি,সাহু সিজদাহ দিইনি।
২) আমি যে তারাবী প্রথম ৮ রাকাতে সামিআল্লহু লিমান হামিদাহ বলেছি রুকু থেকে ওঠার সময়, কিন্তু পরে বই দেখে খেয়াল করলাম নাহ সামি'আল্লহু লিমান হামিদাহ হবে, আমি যে 'আইন এর উচ্চারণ করিনি। আমার সলাত আদায় কি হবে?
বিঃদ্রঃ সঠিক টাই জানতাম কিন্তু হঠাৎ ভুলে গিয়েছিলাম
৩)নামাজে অনেক ওয়াসওয়াসা আসে মনে হয় সূরা মিলাইনি নয়তো সিজদাহ একটা কম দিয়েছি, নয়তো তাকবীর কানে শুনতে পাইনি। সেক্ষেত্রে নামাজ ভেংগে আবার শুরু করি, এটা কি গুনাহ হবে? এই ওয়াসওয়াসা থেকে বাঁচতে করণীয়?