গোসলের সময় কুলি করতে গিয়ে হঠাৎ সামান্য পানি গলার অগ্রভাগে চলে যায় এবং সাথে সাথে সর্বোচ্চ চেষ্টা করে আমি সমস্ত পানি ফেলে দেই গলা এবং মুখ থেকে কাশি দিয়ে, পানি পেটে যায়নি এ ব্যাপারে আমি নিশ্চিত কারণ সেরকম কোন শীতল অনভুতি আমার খাদ্যনালি বা পেটে অনুভুত হয়নি, এক্ষেত্রে আমার রোজা কি অক্ষত থাকবে নাকি ভেংগে যাবে?