আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমার এক খালা গরিব মানুষ। এই রমজান উপলক্ষে বিভিন্ন এনজিও, বড় বড় ব্যবসায়ী সবাই দান করছে। চাল, ডাল, তেল দিচ্ছে। এইসব দানের জিনিস যদি রান্না করে আমার বাড়িতে পাঠায় তাহলে আমি কি খেতে পারবো? এইসব ইনজিও ও বড় বঠ ব্যবসায়ীদের ইনকাম হারাম ও হতে পারে। আমি তো সঠিক জানিনা তারা কোন টাকা থেকে দিচ্ছে। আমার জন্য এই খাবার কি হালাল?