আসসালামু আলাইকুম
আমি নতুন বিবাহিতা। এটাই বিবাহিত জীবনের প্রথম রমজান আলহামদুলিল্লাহ। রোজা থাকা অবস্থায় স্বামী কতটুক কাছে আসতে পারবে? Actual সহবাস ছাড়া আর কি কি হারাম রোজা থাকা অবস্থায়? করণীয়,বর্জনীয় গুলো ডিটেইলস জানাটা খুবই দরকারি হয়ে পড়েছে। উল্লেখ্য, স্বামী রোজা অবস্থায় কাছে আসলে excited হয়ে যান(সহবাস,স্ত্রীর বা স্বামীর থুথু যাতে একজনের আরেকজনের গলা দিয়ে না যায় এসব নিয়ে সতর্ক থাকা হয়) ,এতে কি রোজার কোনো সমস্যা হচ্ছে?